চীন সফর শেষে দেশে ফিরেছেন ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ৭-দিনের চীন সফর শেষে ২০ নভেম্বর ২০২৪ বুধবার দেশে ফিরেছেন। চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট, সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশন এন্ড কো-অপারেশন এর মহাপরিচালক, চাইনিজ ইন্টারন্যাশনাল এডুকেশন ফাউন্ডেশনের মহাসচিব এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচিং এর প্রেসিডেন্ট-এর আমন্ত্রণে তিনি এই সফর করেন।
সফরকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চীনের বেইজিং-এ অনুষ্ঠিত ওয়ার্ল্ড চাইনিজ ল্যাঙ্গুয়েজ কনফারেন্স এবং কুনমিং-এ অনুষ্ঠিত কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ বোর্ড সভায় যোগদান করেন।
চীনের ভাইস-প্রেসিডেন্ট মি. হান ঝেং এবং শিক্ষামন্ত্রী ড. হুয়াই জিনপেং ওয়ার্ল্ড চাইনিজ ল্যাঙ্গুয়েজ কনফারেন্সে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৬০টি দেশ ও বিভিন্ন অঞ্চলের উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠানের অধ্যক্ষ, বিশেষজ্ঞ, ক‚টনীতিক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় দু’হাজার প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
উপাচার্য সফরকালে ইউনান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন উচ্চ-পর্যায়ের বৈঠকে মিলিত হন এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে মতবিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. মা ওয়েনহুই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এসংক্রান্ত একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেন।
এছাড়া, উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভাষা ও সংস্কৃতি বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা এবং গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল স্টাডিজ এবং স্কুল অফ ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।