ডার্ক মোড
Friday, 22 November 2024
ePaper   
Logo
জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর

জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। এ দিন দুপুর বারোটা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ বা ২০২২ খ্রিস্টাব্দে এসএসসি বা সমমান ও ২০২৪ খ্রিস্টাব্দে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এতে আরো বলা হয়, আবেদনকারী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবেদন ফি হিসাবে একশত টাকা দিতে হবে। আবেদনকারীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রথম থেকে ৪০,০০০ তম পর্যন্ত আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে। যে সকল আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদেরকে সাতশত টাকা দিয়ে করে পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে 'ই' ইউনিট চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ খ্রিস্টাব্দের ৩১ জানুয়ারি শুক্রবার। 'ডি' ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার এবং 'বি' ইউনিট কলা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি শনিবার। 'এ' ইউনিট বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি শনিবার এবং সবশেষ 'সি' ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার। প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষা নির্দিষ্ট দিনে তিন শিফটে অনুষ্ঠিত হবে।

আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফি এবং জমা দেয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন