ডার্ক মোড
Wednesday, 23 April 2025
ePaper   
Logo
বাসসের নতুন পরিচালনা বোর্ড গঠন

বাসসের নতুন পরিচালনা বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বাসসের পরিচালনা বোর্ড-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, তিন বছর মেয়াদে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনকে।

সদস্যরা হলেন– তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস), অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, প্রধান তথ্য কর্মকর্তা, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, ডেইলি নিউ নেশনের সম্পাদক মোকারম হোসাইন, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, দৈনিক যুগের আলোর সম্পাদক শিরিন ভরসা, এনটিভির চিফ নিউজ এডিটর ফকরুল আলম কাঞ্চন, ব্রায়ান্ট স্টুডিও ডিজিটাল মার্কেটিংয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও লিড ওয়েব ডেভেলপার নূরে আলম মাসুদ এবং বাসসের বিশেষ প্রতিনিধি ফজলুল হক।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন