ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল
জয়পুরহাট প্রতিনিধি
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জিরো পয়েন্ট পাচুর মোড়ে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে এই হামলার নিন্দা জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ, কেএম সাজিন, নিয়ামুর রহমান নিবির,মইনুল হাসান রিসালাত, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সভাপতি দেওয়ান হাসান, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছহরাফ ইসলাম ইমন, জেলা ইসলামি ছাত্র আন্দলোনের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্র শিবিরের সদস্য আবুল বাশারসহ প্রমূখ ।
বক্তারা বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই ভারতীয়রা নানাভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার অপচেষ্টা চলমান রেখেছে। এরই ধারাবাহিকতায় তারা বাংলাদেশ হাইকমিশনে আক্রমণ চালিয়ে চূড়ান্ত সীমালঙ্ঘন করেছে, আমরা বলতে চাই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এই ঘটনার জন্য অবশ্যই জবাব দিতে হবে এবং ঘটনার সাথে জড়িত উগ্রবাদী দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে শাস্তি দিতে হবে।