ডার্ক মোড
Thursday, 05 December 2024
ePaper   
Logo
শ্রীমঙ্গলে নবাগত ইউএনও’র স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে নবাগত ইউএনও’র স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন শ্রীমঙ্গলের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা মিলনায়তনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি বলেন, শ্রীমঙ্গলের শ্রীবৃদ্ধি করতে যা যা প্রয়োজন তা করার জন্য তিনি আশ^াস প্রদান করেন। তবে তাকে সময় দিতে হবে এবং সকলের সহযোগীতা পেলে অবশ্যই তিনি শ্রীমঙ্গলের উন্নয়নে পরিবর্তন আনতে পারবেন।

স্থানীয়দের দাবী’র পেক্ষিতে জানান, ময়লার ভাগাড় সড়ানোর জন্য সরকারি ভাবে যে জায়গা ক্রয় করা হয়েছে তা নিয়ে মহামান্য হাই কোর্টে একটি রিট দাখিল করা রয়েছে। তবে ময়লা সনাতন পদ্ধতীতে কিভাবে রিফাইন করা যায় সে ব্যবস্থা তিনি করবেন। নবাগত ইউএনও আরও বলেন, তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। এতে সকলের সহযোগীতা প্রয়োজন।।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মোঃ ইয়াকুব আলী এবং আরেক সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন তাজু,সদর ইউপি চেয়ারম্যান মোঃ দুধু মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটি’র (দুপ্রক) সভাপতি ও সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ নেছার আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, শ্রীমঙ্গল জামায়াতের আমীর ইসমাইল হোসেন, সেক্রেটারী মোঃ আশরাফুল ইসলাম কামরুল, সচেতন নাগরিক কমিটি’র (সনাক), টিআইবি শ্রীমঙ্গল সভাপতি দীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, ব্যবসায়ী সমিতির সভাপতি এ এসএম ইয়াহিয়া, সাবেক জেলা পরিষদ সদস্য হেলেনা চৌধুরী, মশিউর রহমান রিপন, কালাপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিছলু আহমেদ চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ আব্দুর রহিম, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।

মোঃ ইসলাম উদ্দিন এর বাড়ি সিলেট জেলায়। শ্রীমঙ্গল উপজেলায় ইউএনও হিসেবে গত ২৮ ডিসেম্বর যোগদান করেন। তিনি বিসিএস ৩৬ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের সিনিয়র সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছবি সংযুক্ত

সৈয়দ ছায়েদ আহমেদ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
০১৭১২ ৫৩ ৮৪ ১৬
৪ ডিসেম্বর ২০২৪ খ্রি

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন