ডার্ক মোড
Friday, 02 May 2025
ePaper   
Logo
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে ১টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে ১টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন

 বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
 
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে নরমাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশন করা হয়।
 
যেটি বোয়ালখালী বাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। 
 
এরই ধারাবাহিকতায় বুধবার (30 এপ্রিল) সকালে সম্পূর্ণ বিনামূল্যে 1 টি সিজারিয়ান অপারেশন করা হয়। 
 
অপারেশন পরিচালনা করেন ডা. জাকিয়া মমতাজ, কনসালটেন্ট (গাইনি এন্ড অবস্), ডা. রানা দে, কনসালটেন্ট (এনেস্থেসিয়া)। এই সময় সার্বিক সহযোগীতা করেন ডা. কান্তা অধিকারী , মেডিকেল অফিসার, মিসেস তন্দ্রা দেওয়ানজী, সিনিয়র স্টাফ নার্স, মিসেস নাছরিন আকতার , সিনিয়র স্টাফ নার্স, এবং মোঃ সালাউদ্দিন, ওটি এটেনডেন্ট। বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন। সার্বিক চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করেন ডা. জাফরিন জাহেদ জিতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা বোয়ালখালী।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন