
সাতক্ষীরায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় টাস্কফোর্সের অভিযান
এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা
সাতক্ষীরায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে টাস্কফোর্স। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যার দিকে এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে টাস্কফোর্সের ওই অভিযানে অংশগ্রহণ করেন বিজিবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত টাস্কর্ফোস।সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, তাঁর সার্বিক দিক নির্দেশনায় কলারোয়া থানাধীন হেলাতলা নামক স্থানে পরিবেশ দূষন করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করছে এমন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, উক্ত স্থানে অসাধু ব্যবসায়ী পরিবেশের ক্ষতি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এরুপ তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের সাথে ০৩ জন, বিজিবি’র পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের সাথে ১৫ জন বিজিবি সদস্য, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলামের সাথে ০৩ জন, ফায়ার সার্ভিসের ০৬ এবং ০৬ জন আনসার সদস্য উপস্থিত ছিলেন।টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে পরিবেশ দূষণ এবং পরিবেশ আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ০৯ ধারা আইনের ১৫ এর ১০ নং ক্রমিক মোতাবেক কাঠ পুড়িয়ে কয়লা প্রস্তুতকারী মোঃ আবুল বাশারকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে বিপুল পরিমাণ কয়লা তৈরীর কাঠ মজুদ পাওয়া যায়। এ সময়ে পরিবেশ আইন লঙ্ঘন করে কয়লা তৈরীর জন্য কাঠ মজুদ রাখার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক ৭৫০০ মণ কাঠ জব্দ করে। যার সিজার মূল্য ত্রিশ লক্ষ টাকা। টাস্কফোর্স অভিযানে জব্দকৃত ৭৫০০ মণ কাঠ ও জরিমানা বাবদ সর্বমোট সিজার মূল্য তেত্রিশ লক্ষ টাকা।এ সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ দূষণ এবং পরিবেশ আইন লঙ্ঘন করার দায়ে খুলনা জেলার কয়রা উপজেলার আমাদি গ্রামের মোঃ আবুল বাশারের ছেলে মোঃ সজিব আহমেদ (২৪)কে ০৩ মাসের কারাদন্ড প্রদান করেন।##