
জয়পুরহাটে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফাট দিবস পালিত
মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল জয়পুরহাট
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফাট দিবস। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনর নেতাকর্মীসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এবারের মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে।’ দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন স্ব স্ব উদ্যোগেও কর্মসূচি পালন করে বলে জানাগেছে। র্যালিতে নেতৃত্ব দেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা: সবুর আলী।এছাড়াও রাজনৈতিক ও শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পৌর বি,এন,পির সাঃ সম্পাদক আবু রায়হান উজ্জল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ, জেলা ভুটভুটি, নছিমন,করিমন এর সাধারন সম্পাদক জুয়েল প্রধান সহ আরও অনেকে।পরে আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন