ডার্ক মোড
Saturday, 15 March 2025
ePaper   
Logo
বোয়ালখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত আগামী ১৫ মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. মুহাম্মদ আবুল কালাম, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হারুনুর রশিদ এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার হিমু । এছাড়া আবাসিক মেডিকেল অফিসার ডা. সুফিয়ান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. তোফায়েল, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জিহাদ বাবলু, স্বাস্থ্য পরিদর্শক পরিতোষ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ব্রাক, রেড ক্রিসেন্ট, স্কাউটসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিতি বলেন, আগামী ১৫ মার্চ আপনার ৬ মাস হতে ৫ বছর বয়সী শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে সকাল ৮.৩০ থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবেন।

৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি লাল ক্যাপসুল খাওয়ানো হবে যা শিশুদের অন্ধত্ব হতে রক্ষা করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ স্বাস্থ্য বিভাগের সাথে একাত্বতা ঘোষণা করে সামগ্রিক প্রচার প্রচারণার উপর গুরুত্ব আরোপ করেন।

এদিন বোয়ালখালী উপজেলাতে ২৪১ টি কেন্দ্রে মোট ৩২,৩২৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বোয়ালখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন