ডার্ক মোড
Thursday, 05 December 2024
ePaper   
Logo
বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে আহত কাউখালীর আলী সহ সকলের আজীবন ভাতা প্রাপ্তির দাবিতে মানববন্ধন

বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে আহত কাউখালীর আলী সহ সকলের আজীবন ভাতা প্রাপ্তির দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্হানে গুলিবিদ্ধ হয়ে নিহত ও আহত হয়েছে তাদের উপর হামলাকারীদের সুষ্ঠু বিচার সহ আহত কাউখালীর সন্তান মোহাম্মদ আলীর সুচিকিৎসা ও সকল আহতদের আজীবন ভাতা প্রাপ্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পিরোজপুরের কাউখালী উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।

কাউখালী বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি হাফিজুর, মেহেদী বলেন, এই আন্দোলনে দেশের বিভিন্ন স্হানে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ আহত ও নিহত হয়েছেন। ওই আন্দোলনের সময় কাউখালী কেন্দ্রীয় আলীম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আহত হন। আমরা মোহাম্মদ আলী সহ প্রত্যেক আহত নিহতদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও তাদের আজীবন ভাতা প্রাপ্তির দাবি সহ ছাত্র আন্দোলনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, কাউখালী উপজেলা কেন্দ্রীয় আলীম মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী মোহাম্মদ আলী গত ১৮ জুলাই সকালে ঢাকার উত্তরার ৬ নং সেক্টর থেকে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করে। পুলিশ বিকেলের দিকে ছাত্র আন্দোলনের ওই মিছিলে গুলিবর্ষণ করে। এসময় মোহাম্মদ আলী গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সে এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন