
বেতাগীতে যৌথ অভিযানে ৪৫ হাজার টাকা জরিমানা
বেতাগী (বরগুনা) প্রতিবেদক
বরগুনার বেতাগীতে পুলিশ ও নৌবাহিনীর বিশেষ অভিযানে ৮ মটর সাইকেল চালকে ৩৫ হাজার টাকা জরিমানা ও ১ টি মটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল ৫ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত পৌর শহরের শাপলা চত্বরের সামনে চেক পোস্ট বসিয়ে এই অভিযানে চালানো হয়। ট্রাফিক আইন অমান্য করা, রাস্তায় অবৈধ পাকিং, হেলমেট না থাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং পরিবহন আইন-২০১৮ অনুযায়ী এই মামলা ও জরিমানা করা হয়।
নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট ইয়াসির আরাফাত অভিযানের নেতৃত্বে দেন।
একই সময়ে বেতাগী-কচুয়া ফেরিতে গাড়ি পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে বেতাগীর সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনায় করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার বলেন, এইধরনের অভিযান চলমান থাকবে।অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বদা প্রস্তুত প্রশাসন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন