বেতাগীতে বিএনপির নেতাদের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনা জেলা বিএনপির নেতার বিরুদ্ধে পদ-বাণিজ্যের অভিযোগের ঘটনায় বেতাগীতে ক্ষুব্দ প্রতিক্রিয়ার সৃস্টি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়কসহ জেলার শীর্ষস্থানীয় চার নেতার বিরুদ্ধে পদ পাইয়ে দেওয়ার নামে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে।
টাকা নিয়ে পদ-বাণিজ্যের ঘটনায় বেতাগী উপজেলা বিএনপির সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহবায়ক, পৌর বিএনপির সদস্যসচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ককে জড়িয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে বুধবার (৮ ফ্রেরুয়ারি) দুপুর দুইটায় উপজেলা ও পৌর বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ক্ষুব্ধ বিএনপি নেতারা বেতাগী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বেতাগী উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো: শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করীম খান নেছার, মামুন পারভেজ আসাদ, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. এনামুল হক দুলাল হোসেন, যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম মল্লিক ও আক্তারুজ্জামান খান শাহাদাৎ উপস্থিত ছিলেন।
এ সময় লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ সংবাদটি সম্পূর্ণ অযৌক্তিক, অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, এ বিষয় তাদের কোন বক্তব্য নেওয়া হয়নি এবং কোন বাণিজ্যেক কারনে নয়, ছাত্র জীবন থেকেই তারা এ দলের সাথে সম্পৃক্ত। দীর্ঘদিন রাজপথে সক্রিয় ও ত্যাগের কারনে এ পদ পেয়েছেন।