বেতাগীতে নারী শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের এ্যাডভোকেসি সভা
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে নারী শিক্ষার প্রসারে ইউএনও-‘র সাথে এ্যাডভোকেসি সভা করে শতাধিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুরে ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলা শাখার আয়োজনে জাগো ফাউন্ডেশনে সহযোগিতায় উপজেলার কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ এ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ - বরগুনা জেলার সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ফারুক আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা নাসরিন, এনজিও সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম, ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সহ-সভাপতি ইশরাত জাহান লিমা, সাধারণ সম্পাদক আবু জাফর, পাবলিক রিলেশন আফিসার সোহানুর রহমান সৈকত, কমিটি মেম্বার আরিফুল ইসলাম মান্না, মাঈনুল ইসলাম তন্ময়, তৌহিদ হোসেন, রাইসা সিকদার, মো. জিহাদ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ,কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ৮ শ্রেণীর শিক্ষার্থী সাবরিনা শিফা, আদ্রিতা হালদার মম, নাবিলা জান্নাত, খাদিজা, ইসরাত জাহান মুক্তা, হনুফা আক্তার, হাফসা আলম, সাদিয়া আক্তার ইমা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিদ্যালয়ে সেনিটাইজেশন, ডিবেটিং ক্লাব, লাইব্রেরী, ক্যান্টিন স্থাপন, টাস্ক ফোর্স গঠন সহ নারী শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে ‘নারী শিক্ষায় সংকট ও প্রত্যাশা নিয়ে’ ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের কঠোর হওয়রার আহ্বান জানান।
তাছাড়াও দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকাার নির্মান ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা বিবেচনায় স্কুল নিকটবর্তী দোকান সমূহের অস্বাস্থ্যকর খাদ্য তৈরির অভিযোগ তুলে ধরেন শিক্ষার্থীরা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, এই আয়োজনের মাধ্যমে আমি ‘নারী শিক্ষায় সংকট ও প্রত্যাশা’ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়েছি। অতি দ্রæত আমরা এসব সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা এবং এ জনপদে নারী শিক্ষার হার বৃদ্ধির লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।