বেতাগীতে গৃহবধুর আত্মহত্যা
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে পৌরসভা রোড এলাকায় লামিয়া আক্তার (২৫) নামে একজন গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটছে । বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেতাগীর পৌর ৪ নং ওয়ার্ডের পৌরসভা রোড এলাকার আলী নেওয়াজের বাসভবনের ভাড়াটিয়া বড় বোনের বাসায় থাকতো লামিয়া আক্তার (২৫)। গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। লামিয়া আক্তার এর বাবার নাম তোতা মিয়া (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, তোতা মিয়ার বাড়ি কাঠালিয়ার কচুয়া গ্রামে। বড় মেয়ের বাসা বেতাগী পৌরসভা রোড এলাকায় আলী নেওয়াজ বাসভবনের ভাড়াটিয়া। বড় বোনের বাসায় থাকতো ছোট বোন লামিয়া আক্তার। লামিয়া আক্তার ওমান প্রবাসী মো: হৃদয়’র সাথে প্রেম ঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়।
বড় বোন তানিয়া আক্তার (৩৫) প্রতিদিনের স্বদেশকে জানায়, গত রাতে প্রতিদিনের মত আনুমানিক ১১টার দিকে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেয়। সকালে ৯টায় দিকে নাস্তা খেতে ডাকতে গেলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়।
বাসার মালিক তাৎক্ষণিক থানায় ফোন করলে থানার তদন্ত কর্মকর্তা মো: ফারুক হোসেন পরিদর্শনে আসেন। পরে লাশ বেতাগী থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য বরগুনা পাঠানো জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত, বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির জানায়, সকালে লামিয়ার আত্মহত্যার খবর পেয়ে তাৎক্ষণিক তদন্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনায় প্রেরন করা হয়।