
বেতাগীতে করাতকল এলাকায় মোবাইল কোর্টে ১ জনকে জরিমানা
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে পৌর শহরের করাতকল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক করাতকল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সন্ধ্যায় বেতাগী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) বিপূল সিকদারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বেতাগী পৌরসভার লঞ্চস্টেশন ও হাসাপাতাল সড়কের পাশে গড়ে ওঠা করাতকল এলাকায় সন্ধ্যার পর অর্থাৎ রাত ১১ টা থেকে ১২ টা পর্যন্ত করাতকল চালু রাখা, গাছের গুড়া উড়ে স্থানীয়দের পরিবেশ নস্ট এবং সড়কে চলাচলকারী জনসাধারণের বিশেষ করে শিশু ও নারীদের প্রতিনিয়ত চোখের ক্ষতি সাধনের অপরাধে করাতকল (লাইসেন্স) বিধিমালা-২০১২‘র ৭ (২) ধারায় করাত কলের মালিক মো: মনিরুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো: রিয়াজ হোসেন, বেতাগী থানা পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।