ডার্ক মোড
Thursday, 05 December 2024
ePaper   
Logo
বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়া হবে: সাবেক মন্ত্রী দুলু

বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়া হবে: সাবেক মন্ত্রী দুলু

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যদি বিএনপির নামে নাটোরে কেউ চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যদি এ অপরাধের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকে সবার আগে তার বিচার করা হবে। নাটোরে কোনো চাঁদাবাজ থাকবেনা, সন্ত্রাস থাকবেনা। নাটোর হবে শান্তির শহর।

মঙ্গলবার(৩ ডিসেম্বর) বিকেলে শহরের কানাইখালী এলাকায় ছাত্রদল নেতা শহীদ সুজন স্মরণে বিশাল স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত চলবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে বিপন্ন করতে আমরা দেবো না।বাংলাদেশের ১৮ কোটি মানুষ রুখে দেবে। সেজন্য দেশে দ্রæত নির্বাচন দিয়ে মানুষের গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে আনতে হবে।

স্মরণ সভায় নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারী, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন