
বাবার কবর জিয়ারত জোবাইদার, মাকে নিলেন বাসায়
স্টাফ রিপোর্টার
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান বুধবার (৭ মে) বিকালে জোবাইদা তার শাশুড়ি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ ত্যাগ করেন। প্রথমে তিনি তার বাবা ও প্রাক্তন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করতে বনানী সামরিক কবরস্থানে যান।
তিনি সেখানে নারীদের জন্য নির্ধারিত নামাজঘরে আসরের নামাজ আদায় করেন এবং তারপর তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন।
রুমন জানান, জোবাইদার সঙ্গে তার দেবর প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও ছিলেন।
তিনি বলেন, কবর জিয়ারতের পর জোবাইদা ধানমন্ডির স্কয়ার হাসপাতালে যান। হাসপাতালিটিতে তার মা ইকবাল মান্দ বানু ১ মে থেকে চিকিৎসাধীন।
রুমন বলেন, সন্ধ্যায় চিকিৎসকরা তার মাকে ছাড়পত্র দেওয়ার পর জোবাইদা তাকে ধানমন্ডিতে তাদের বাসভবন ‘মাহবুব ভবন’-এ নিয়ে যান।
এর আগে মঙ্গলবার (৬ মে) ডা. জোবাইদা লন্ডন থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টা পরেই তার অসুস্থ মাকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। জোবাইদার উপস্থিতি মা ও মেয়ের মধ্যে এক আবেগঘন পুনর্মিলন তৈরি করে।
তিনি প্রায় আড়াই ঘণ্টা হাসপাতালে কাটিয়েছিলেন এবং পরে ফিরোজায় ফিরে আসার আগে মাহবুব ভবনে কিছুক্ষণ অবস্থান করেছিলেন।
সৈয়দা ইকবাল মান্দ বানু দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন। কয়েক বছর আগে তাকে চিকিৎসার জন্য ব্যাংককের একটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল।
এর আগে লন্ডনে ১৭ বছরের নির্বাসন শেষ করে জোবাইদা মঙ্গলবার খালেদা জিয়া ও শামিলা রহমানের সঙ্গে দেশে ফেরেন।
তারেক রহমান, ডা. জোবাইদা এবং তাদের মেয়ে জাইমা রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন।