ডার্ক মোড
Sunday, 13 April 2025
ePaper   
Logo
বান্দরবানে বর্নিল আয়োজনে তিনদিন ব্যাপী বিজু  উৎসব শুরু

বান্দরবানে বর্নিল আয়োজনে তিনদিন ব্যাপী বিজু উৎসব শুরু


সোহেল কান্তি নাথ, বান্দরবান, :
নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে বৈসাবি উৎসব।বর্ষবরনকে ঘিরে পাহাড়ের বিভিন্ন স¤প্রদায় বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকে এর মধ্যে চাকমারা পালন করে বিজু, তঞ্চগ্যারা পালন করে বিষু। মূলত, পুরাতন বছরকে
বিদায় জানানোর প্রস্তুতি হিসেবে নদীতে ফুল নিবেদনের মাধ্যমে তারা পালন করে এ উৎসব। তাই এটিকে ফুল বিজু বা ফুল বিষু বলা হয়ে থাকে। বান্দরবানে তিনদিন ব্যাপী চলবে বিজু ও বিষু উৎসব। শনিবার (১২ এপ্রিল) ভোরে রোয়াংছড়ি বাসস্টেশন সংলগ্ন সাঙ্গু নদীর তীরে স্বচ্ছ জলে ফুল নিবেদন করে নতুন বছরকে স্বাগত জানালো তঞ্চঙ্গ্যা ও চাকমা জনগোষ্ঠীর মানুষ।
এদিকে বিজু উপলক্ষ্যে সাঙ্গু নদীর চরে শত শত তঞ্চঙ্গ্যা ও চাকমা সম্প্রদায়ের নর— নারী, তরুণ—তরুণীরা জড়ো হয় এবং নিজ নিজ ঐতিহ্যবাহী পোষাকে তঞ্চঙ্গ্যা ও চাকমা স¤প্রদায়ের তরুণ তরুণী ও শিশুদের মাঝে আনন্দ দেখা যায়। এসময় তারা গঙ্গা মায়ের কাছে পুরানো বছরের সব গ্লানি মুছে নতুন বছরের জন্য সুখ— শান্তি কামনা করেন। তাদের বিশ্বাস, সুন্দর আগামীর প্রত্যাশায় গঙ্গা দেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করলে পুরনো বছরের গ্লানি থেকে মুক্তি পাওয়া যায়। এদিকে বিজু উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব নাজীত তঞ্চঙ্গ্যা বলেন, নদীতে ফুল বিসর্জনের মধ্যদিয়ে আমাদের বিজুর আনুষ্ঠানিক শুরু হয়েছে। এই অনুষ্ঠান চলতে তিনদিন ব্যাপী। এই বছর আমরা ঝাকজমক ভাবে অনুষ্ঠানটি পালন করবো।
উল্লেখ্য, ১২ এপ্রিল নদীতে ফুল নিবেদনের মাধ্যমে শুরু হয় তঞ্চঙ্গ্যা ও চাকমা সম্প্রদায়ের এই বর্ষবরণ উৎসব, আগামী ১৪ এপ্রিল নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শেষ হবে এই বিজু উৎসব।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন