ডার্ক মোড
Sunday, 13 April 2025
ePaper   
Logo
গাজায় ইসরাইলের বর্বর হামলা ও নৃশংসতার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন বিক্ষোভ

গাজায় ইসরাইলের বর্বর হামলা ও নৃশংসতার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন বিক্ষোভ

 

 
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি :
গাজায় ইসরা/ইলের বর্বর হামলা ও নৃশংসার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা দিনাজপুরে বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মুসল্লিদের ব্যানারে, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
 
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদিস ও জেলা শুব্বানে জমঈয়কে আহলে হাদিসের উদ্যোগে স্টেশন রোড আহলে হাদিস জামে মসজিদের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আহলে হাদিস জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে মসজিদের সামনের সড়কে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস দিনাজপুর জেলা শাখার সভাপতি শায়খ আব্দুল জলিল আল মাদানী, যুগ্ম সাধারণ সম্পাদক শায়খ মুহাম্মদ আব্দুর রহমান ইমরান, দাওয়াহ ও তাবলিগ বিষয়ক সম্পাদক শায়খ মুহাম্মদ বদিউজ্জামান, জমঈয়তে শুব্বানে আহলে হাদিসের সহ-সভাপতি হাফেজ মুহাম্মাদ রাশেদুল ইসলাম প্রমূখ।
 
মানববন্ধনে বক্তারা বলেন, গাজাবাসীর উপর ইতিহাসের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিমকে সোচ্চার হতে হবে। দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীস ফিলিস্তিনের মুসলিমদের উপর দখলদার ইসরাইলের চলমান মানবতাবিরোধী নৃশংস হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। হামলায় বর্বর ইসরাইলী বাহিনীর হাতে শিশু, নারীসহ হাজার হাজার মুসলিম জঘন্যতম হত্যাযজ্ঞের শিকার হয়েছে, লাখ লাখ বাড়ি ঘর এমনকি হাসপাতালগুলো বোমার আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। খাদ্য, পানীয় ও চিকিৎসাবিহীন ফিলিস্তিনের নিপীড়িত অসহায় মুসলিমরা আজ জীবন-মরণ সন্ধিক্ষণে চরম মানবেতর জীবন যাপন করছে।
 
এদিকে শুক্রবার বাদ জুমা শহরের জেল রোড কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ইসলামী আন্দোলন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়। 
অপরদিকে শুক্রবার বাদ জুমা শহরের বালুয়াডাঙ্গা মিনার মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বস্তরের মুসল্লীদের এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লিলির মোড়ে এসে শেষ করে। 
মিছিল শেষে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান।
 
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন