ডার্ক মোড
Wednesday, 26 February 2025
ePaper   
Logo
বাঘায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন

বাঘায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

তরুনদের দেশ গড়ার অঙ্গীকার,জনসেবায় স্থানীয় সরকার, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর বাঘায় পালিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০টায় বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়।

পরে উপজেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আকতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ‍্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ,উপজেলা প্রকৌশলী এজাজুল আলম,বাউসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান,মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম হাসান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান, বাঘা পৌরসভার হিসাব রক্ষক হাসান আলী,বাঘা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী,শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ্র।

আলোচনা সভায় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় সরকার বিশেষ ভূমিকা রাখার প্রত্যায় ব্যক্ত করেন বক্তারা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন