ডার্ক মোড
Wednesday, 26 February 2025
ePaper   
Logo
নেছারাবাদের সোহাগদল স্কুলে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত

নেছারাবাদের সোহাগদল স্কুলে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে "সুন্দরবনকে রক্ষা করি, প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে 'রূপান্তর' কর্তৃক প্লাস্টিক পলিথিন দূষণ রোধে উদ্বুদ্ধকরণ সমাবেশ" অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে "প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে উদ্বুদ্ধকরণ সমাবেশ" আয়োজন করে " রুপান্তর "।

সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের জেলা সমন্বয়কারী সাহিদা বানু সোনিয়া।

সুন্দরবন ইউথ ফোরামের আহবায়ক সুবর্ণা আক্তার ও সোয়েব আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: বিল্লাল হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ এস এম ইব্রাহিম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং যুব ফোরামের সদস্যরা। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নাগরিক সচেতনতামূলক স্কুলের বিভিন্ন স্হানে পড়ে থাকা প্লাস্টিক পলিথিন সংগ্রহ করে তা বিনষ্ট করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন