ডার্ক মোড
Wednesday, 26 February 2025
ePaper   
Logo
জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সোহাগ গ্রেপ্তার

জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সোহাগ গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের জিল্লুর মোড় এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ সোহাগ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত সোহাগ হোসেন (৩৩) শহরের শান্তি নগর এলাকার এজাজুল ইসলাম বাবুর ছেলে।

মঙ্গলবার (২৫ফেব্রুয়ারী) দুপুরে জয়পুরহাট সদর থানাধীন জিল্লুর মোড় এলাকায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় র‍্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক ৪৯ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্প কর্তৃপক্ষরা জানান, সোহাগ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গ্রেপ্তারকৃত সোহাগকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন