ডার্ক মোড
Wednesday, 26 February 2025
ePaper   
Logo
ইসলামি দলগুলো ঐক্য হয়ে

ইসলামি দলগুলো ঐক্য হয়ে "বাংলাদেশ জামায়েতে ইসলামি" মানুষের সেবা করবে আগামীতে

অলিউল্লাহ্ ইমরান, বরগুনা

মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা'য়ায়ালার সন্তুষ্টি লাভ করা" স্লোগান মধ্যে দিয়ে বরগুনায় বাংলাদেশ জামায়েতে ইসলামীর কর্মী সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়। সম্মেলনে শহর, গ্রাম- গঞ্জ সহ, প্রান্তিক এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর ২ ঘটিকা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বরগুনা টাউনহল কেন্দ্রীয় শহীদ মিনার ময়দানে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও বাংলাদেশ জামায়েতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা মুহিব্বুল্লাহ্ হারুন এর সভাপতিত্বে এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কর্মী সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমায়েতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড: মুয়াযযাম হোসাইন হেলাল, বাংলাদেশ জামায়েতে ইসলামী বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মাদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা ও অঞ্চল টিম সদস্য ও বাংলাদেশ জামায়েত ইসলামী বরিশাল এর সদস্য এ কে এম ফখরুদ্দীন খান রাযী, বাংলাদেশ জামায়েত ইসলামী ঢাকা (দক্ষিণ) মহানগরীর মজলিসে শুরা সদস্য ডা. সুলতান আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সকলের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, প্রথমেই স্বরন করছি যেই সকল শিক্ষার্থীদের বিপ্লবী জীবনের বিনিময়ে আজকের বরগুনায় এতো বড়ো কর্মী সম্মেলনএ দাড়িয়ে কথা বলতেছি। তাদের রুহের মাগফিরাত কামনা ও তাদের পরিবার পরিজনের জন্য শান্তি কামনা করেন তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের তাজা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়ে সংস্কারের জন্য যোগ্য অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। সংস্কার শেষে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এর মধ্যে দিয়েই বাংলাদেশ জামায়েতে ইসলামী বাংলাদেশের মানুষের সেবা করবে ইনশাআল্লাহ।

বছরের পর বছর জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক বিরোধী দলের আতঙ্কে জীবন পার করতে হয়েছে দিনের পর দিন। স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীন নির্যাতন, গুম, খুন, ধর্ষণ, টেন্ডার বাণিজ্য সহ সকল অনৈতিক কার্যক্রম পরিচালনায় লিপ্ত ছিলেন। বিপর্যস্ত অবস্থায় ছিল বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ।

তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বরগুনার দুইটি আসনের বরগুনা ০১ আসনের অধ্যক্ষ মাওলানা মুহিব্বুল্লাহ্ হারুন ও বরগুনা ০২ আসনে ডাঃ সুলতান আহমেদ কে উপহার হিসেবে দিয়ে গেলাম। আপনারা দুজনকে দেখে শুনে রাখবেন। আগামী নির্বাচনে সকল ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ হয়ে জামায়াতে ইসলামী মানুষের সেবার জন্য ক্ষমতায় আসবেন ইনশাআল্লাহ। ইসলাম ক্ষমতায় আসতে সকল দলের ঐক্যবদ্ধ হতে যদি কোন সিট আমাদের ছেড়ে দিতে হয়, এবং সেটা যদি জামায়াতে ইসলামীর আমির এর আসনটিও ছেড়ে দিতে হয় সেটিও তিনি ছেড়ে দিবেন বলে ঘোষণা করেছেন।

তিনি আরো বলেন, সকল দল দেখেছেন কে কেমন। এবার সাধারণ মানুষ চায় ইসলাম ক্ষমতায় আসুক। এবং বাংলাদেশ জামায়েতে ইসলামী ক্ষমতায় আসলে খাদ্য, বস্র, বাসস্থান, জান-মাল, সহ সকল কিছুর নিরাপত্তায় থাকবে বাংলাদেশের মানুষ। এবং বরগুনার পায়রা ও বিশখালী দুটি বড়ো নদীর উপরে ব্রিজ হবে। উপকূলীয় জেলা বরগুনাসহ সকল জেলার উন্নয়নের চিত্র পাল্টে যাবে তখন ইনশাআল্লাহ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন