
বরিশালে গাঁজা, দুই মাদক ব্যবসায়ী আটক
বরিশাল ব্যাুরো
র্যাব-৮ বরিশাল , অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায় ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাব-৮, বরিশাল, সদর কোম্পানী এর একটি দল মঙ্গলবার মধ্যরাতে বরিশাল জেলার গৌরনদী থানাধীন টরকী বাসষ্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃতদের পরিচয়: সাহেদুল ইসলাম রাহুল(২৭), পিতা-নুরে আলম, সাং-নওগা, কুপাদি ইউপি, থানা-মতলব, জেলা-চাঁদপুর এবং ২। খলিলুর রহমান সোহাগ (২৫), পিতা-নুরু মিয়া, সাং- কুঠিঝুড়ি, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ’।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বরিশাল জেলার গৌরনদী থানাধীন টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন আঃ খালেক মুন্সি জামে মসজিদ এর পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর দুইজন ব্যাক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে আভিযানিক দলটি উক্ত স্থানে উপস্থিত হলে গ্রেফতারকৃত ব্যাক্তিদ্বয় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করে তাদের দেওয়া তথ্যমতে আসবাবপত্র ভর্তি পিকআপের কাঠের আলমারির ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় অলাদা পলিথিনে মোড়ানো ০৯টি প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত আসবাবপত্র বোঝাই পিকআপ গাড়ি যার নম্বর ঢাকা মেট্রো-ন ১২-৯৭১২ ও গাড়ির ০৬ পাতা কাগজপত্রসহ আসামীদের দেহতল্লাশীর মাধ্যমে ০২ টি এ্যান্ড্রয়েড মোবাইল ও মাদক বিক্রয়লব্দ নগদ ৮২০০ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদকের নিয়মিত মামলা করে আসামীদেরকে উদ্ধারকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের মাদক ও চোরাচালান রোধে সর্বদাই দেশের বিভিন্ন অঞ্চলে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক মুক্ত দেশ গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে র্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।