
বাউফলে মাদ্রাসার নৈশ প্রহরীর বিরুদ্ধে মানববন্ধন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী যুবলীগ নেতা মো.শাহাজাদার উৎপাতে অতিষ্ট এলাকাবাসী। এলাকায় মাদক বাণিজ্য,সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাত,একাধিক ব্যক্তিকে হুমকি, হয়রানী ও মারধর করায় শাহাজাদার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৪এপ্রিল)সকালের দিকে দ্বিপাশা বাজারে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে এলকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন,স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন রাজিব,মদনপুরা ইউনিয়ন
যুবদলের সাবেক সভাপতি জিয়া উদ্দিন মাহমুদ,নিজাম উদ্দিন,নজরুল ইসলাম রনি,আবদুর রহমান ও আবু সালেহ প্রমুখ। বক্তারা বলেন,ফ্যাসিবাদী আমলে শাহাজাদা উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজের ক্যাডার হিসেবে কাজ করেছেন। বিগত দিনে দ্বিপাশা এলাকায় বিএনপি—জামায়াতের নেতাকর্মীদের ওপর স্বশস্ত্র হামলা করেছেন। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের উপহার হিসেবে আওয়ামী লীগের সাবেক এমপি আসম ফিরোজ তাকে (শাহাজাদা) দ্বিপাশা মাদ্রাসায় নৈশ প্রহরীর চাকরি দেন। চতুর্থ শ্রেণির চাকরি করলেও শাহজাদা ক্ষমতার প্রভাব বিস্তার করে পুরো মাদ্রাসা পরিচালনা করতেন। তার স্ত্রী মহিলা ইউপি সদস্য হওয়ায় জেলা পরিষদ থেকে মাদ্রাসার নামে বরাদ্দ এনে তা কাজ না করে অর্থ আত্মসাৎ করেন।
এছাড়াও মাদ্রাসায় বসে মাদক ব্যবসা সহ নানা অসামাজিক কর্মকাণ্ড করে আসছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর শাহজাদা বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এলাকাবাসীকে হুমকি ধামকি দিয়ে তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার কারনে এলাকার যুব সমাজ
ধ্বংসের পথে। মানববন্ধনে শাহজাদার অবৈধ নিয়োগ বাতিল সহ তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা।