বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : যুবক গ্রেপ্তার
সিলেট প্রতনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করে কটূক্তি করার অভিযোগে মো. সায়েম আহম্মেদ (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সায়েম সিলেটের জকিগঞ্জ উপজেলার ইলাবাজ গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। তিনি বর্তমানে মেজরটিলা পয়েন্টস্থ মালুয়া হাউজে এ ভাড়াবাসায় থাকেন।
শুক্রবার (৩০ এপ্রিল) বেলা দেড়টার দিকে সিলেট শহরতলির মেজরটিলা পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি, অশালীন ও অশ্রাব্য ভাষা ব্যবহার করে লাইভ ভিডিও প্রকাশ করেন মো. সায়েম আহম্মেদ।
এ ঘটনায় মো. কামরুল ইসলাম ফারুকী মিন্টু নামে স্থানীয় একজন বাদী হয়ে শুক্রবার জকিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সায়েম আহম্মেদকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-৯ এর একটি দল সিলেটের শাহপরাণ থানার মেজরটিলা পয়েন্ট থেকে শুক্রবার বেলা দেড়টার দিকে সায়েমকে গ্রেপ্তার করে। পরে সায়েমকে জকিগঞ্জ থানায় থানায় হস্তান্তর করা হয়।