
ফরিদপুরে মাধবদিয়া ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার চরাঞ্চচলের শিক্ষার অন্যতম সেরা বিদ্যাপিঠ ঐতিহ্যবাহী মাধবদিয়া ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় মাধবদিয়া ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর মাঠে অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ২নং চর মাধবদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা সাইফুল ইসলাম আজম এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
এসময় কোতোয়ালি থানা বিএনপির সাধারন সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা আব্দুল মান্নান বেপারী, উপদেষ্টা মোঃ লিয়াকত হোসেন মিয়া, মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও মমিন খারঁ হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মির্জা প্রিন্স আলী, মোহন মিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবু সায়েম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ওসমাজসেবক আজিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চর মাধবদিয়ার ইউনিয়নের সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও যুবদল নেতা মির্জা মাসুদ রানা,মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বেপারী,বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি মোশাররফ হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অমুষ্ঠানের সূচনা হয়। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন।