
ফরিদপুরে দুই বিশিষ্ট ব্যক্তির স্মরণসভা অনুষ্ঠিত
মাহবুব পিয়াল, ফরিদপুর
ফরিদপুর বি এন এস বি জরুল হক চক্ষু হসপিটালের আয়োজনে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি চক্ষু রোগ বিশেষজ্ঞ প্রয়াত ডাক্তার ফারুকুজ্জামান ও বি এন এস বি জহুরুল হক চক্ষু হসপিটালের পরিচালনা কমিটির সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় শহরের পুর্ব খাবাসপুর বি এন এস বি জহুরুল হক চক্ষু হসপিটালের সভাকক্ষে এ স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।
বি এন এস বি জহুরুল হক চক্ষু হসপিটালের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মফিজ ইমাম মিলনের সঞ্চালনায় রণসভায় ফরিদপুর ডায়াবেটিস হসপিটালের সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহাত আনোয়ার চৌধুরী, প্রয়াত ডাক্তার ফারুকুজ্জামানের স্ত্রী ফেরদৌসী বেগম,বড় মেয়ে ডাঃ আনিকা তাহসিন, ছোট মেয়ে নাহিয়ান নাবি মাইশা, বড় মেয়ে জামাতা ডাঃ সৈয়দ গোলাম মুক্তাদির, প্রয়াত সৈয়দ মাসুদ হোসেনের ছেলের স্ত্রী সহ হসপিটালের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া ওমোনাজাত পরিচালনা করেন ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী শাহ্ ফরিদ জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবুল কালাম আজাদ।