ফরাসি পরামর্শক ফার্মের জরিপে নিয়োগযোগ্য ছাত্র গড়ার তালিকায় নেই বাংলাদেশি কোনো বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক ডেস্ক
দিন যত যাচ্ছে ততই বদলে যাচ্ছে চাকরি-বাকরির বাজার। বৈশ্বিক কোম্পানিগুলোর চাহিদাও বদলে গেছে। তারা এখন চায় আরও উদ্যমী, পরিশ্রমী একই সঙ্গে মেধাবী শিক্ষার্থী। যারা নতুন দিনের সঙ্গে কোম্পানির আমূল পরিবর্তন এনে দিতে পারবে।
আর এসব বৈশ্বিক কোম্পানির ওপর জরিপ চালিয়ে প্রকাশ করা হয়েছে ‘গ্লোবাল এমপ্লোয়েবিলিটি ইউনিভার্সিটি র্যাঙ্কিং অ্যান্ড সার্ভে (জিইইউআরএস ২০২৫)’ তালিকা। এতে জায়গা দেওয়া হয়েছে বিশ্বের সেরা ২৫০টি বিশ্ববিদ্যালয়কে।
এই তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারেনি। তবে প্রতিবেশী ভারতের ১০টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে এতে। এছাড়া এশিয়ার দেশগুলোর মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, হংকং, জাপান, তাইওয়ান, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় সেরা ২৫০ বিশ্ববিদ্যালয়ে রয়েছে।
‘জিইইউআরএস ২০২৫’ তালিকাটি তৈরি করা হয়েছে নিয়োগকারী কোম্পানিগুলোর বিভিন্ন চাহিদার ওপর জরিপ চালিয়ে। এটি করেছে ফ্রান্সের পরামর্শক ফার্ম ইমার্জিং। এতে আরও উঠে এসেছে, যেসব গ্র্যাজুয়েটের আগে থেকেই কাজের কিছু অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকে কোম্পানিগুলো।
ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার আগে আছে আইআইটি দিল্লি। এটির র্যাঙ্কিং ২৮ নাম্বার।
তালিকায় থাকা সেরা ১০ বিশ্ববিদ্যালয়গুলো যথাক্রমে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অব টেকনোলজি, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, স্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের প্রিন্সটোন বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়, সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ইম্পেরিয়াল কলেজ।