লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৩ আসামী গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে হিরালাল দেবনাথ(৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা ঘটনায় ৩ আসামী কে গ্রেফতার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
৩ আসামী হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ছাড়া হত্যাকান্ডের সাথে ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়। ১৬ নভেম্বর (শনিবার) সন্ধায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রেস বিফ্রিং মাধ্যমে এই তথ্য জানান পুলিশ সুপার আক্তার হোসেন।
পুলিশ সুপার আক্তার হোসেন সাংবাদিকদের জানান, গত ৮ নভেম্বর রাত ১০টার দিকে সদর উপজেলার কাজিরদীঘির পাড় এলাকায় হিরালাল দেবনাথ নামে এক স্বর্ণ ব্যবসায়ী খুন করে সন্ত্রাসীরা। সদর উপজেলার উত্তর হামছাদীর কাজিরদিঘীরপাড় এলাকার প্রপুল্ল কুমার দেবনাথের ছেলে হিরা লাল। পরে এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরে জেলা পুলিশ হত্যা রহস্য উদঘাটন করার জন্য মাঠে নামে। পরে গতকাল ১৫ নভেম্বর (শুক্রবার) ব্রাক্ষণবাড়িয়া সরাইল থানার হাওড় এলাকা থেকে জিয়ার রহমান (২৬), ঢাকার টঙ্গী থেকে সজিব হোসেন (২৭), রায়পুর উপজেলার কেরোয়া থেকে মোবারক হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়। এ ছাড়া চাঁদপুর শাহরাস্তি থানা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত মটরাসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, এই ৩ আসামী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে তাদের ১৬ নভেম্বর বিকেলে আদালতের পাঠানো হয়েছে। মূলত স্বর্ণ চুরি করার উদ্দেশ্যে আসামীরা হিরা লাল কে হত্যা করে। হত্যার পর তারা নিজেদের মোবাইল ফোন বন্ধ করে এলাকা ছেড়ে পৃথক পৃথক স্থানে অবস্থান করে। এ ছাড়া যে মটরসাইকেল ব্যবহার করা হয়েছে তা গত ১ মাস পূর্বে চুরি করে তারা। আসামীদের মধ্যে মো: সজীব হোসেনের বিরুদ্ধে ২০টি এবং মোবারক হোসেনের নামে ৮ টি মামলা রয়েছে। তারা দীর্ঘ দিন থেকে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন ঘটনার সাথে জড়িত।