ডার্ক মোড
Saturday, 16 November 2024
ePaper   
Logo
বরিশালে আদর্শ শিক্ষক পরিষদের শিক্ষক সমাবেশ সম্পন্ন

বরিশালে আদর্শ শিক্ষক পরিষদের শিক্ষক সমাবেশ সম্পন্ন

বরিশাল ব্যুরো

বরিশালে আদর্শ শিক্ষক পরিষদের উদ্যোগে শিক্ষক সমাবেশ সম্পন্ন হয়। (১৬ নভেম্বর) শনিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য আদর্শ শিক্ষক ফেডারেশন ‍এর জেনারেল সেক্রেটারি অধ্যাপক ‍এবিএম ফজলুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. রবিউল ‍ইসলাম।

আদর্শ শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর সভাপতি অধ্যাপক মাহমুদ হোসাইন দুলালের সভাপতিত্বে এবং অধ্যাপক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আমিনুল ‍ইসলাম খসরু, মাওলানা মতিউর রহমান, অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান,বাংলাদেশ আদর্শ কিন্ডাগার্টেন শিক্ষক পরিষদের বরিশাল মহানগর সভাপতি মো. শাহজালা, বাংলাদেশ ‍এবতেদায়ী শিক্ষক পরিষদের বরিশাল মহানগর সভাপতি মাওলানা শহিদুল ‍ইসলাম, বাংলাদেশ আদর্শ প্রাথমিক শিক্ষক পরিষদের বরিশাল মহানগর সভাপতি ‍একেএম কামাল ‍উদ্দিন, বাংলাদেশ আদর্শ স্কুল শিক্ষক পরিষদের বরিশাল মহানগর সভাপতি মো. মিজানুর রহমান, বাংলাদেশ আদর্শ মাদরাসা শিক্ষক পরিষদের বরিশাল মহানগর সভাপতি মাওলানা সোহরাব হোসেন, বাংলাদেশ আদর্শ কারিগরি শিক্ষক পরিষদের বরিশাল মহানগর সভাপতি আবু জাফর মো. সালেহ, বাংলাদেশ আদর্শ কলেজ শিক্ষক পরিষদের বরিশাল মহানগর সভাপতি মো. সুলতানুল আরেফিন।

বক্তাগন বিগত সৈরাচারি সরকারের আমলে শিক্ষকদের বিভিন্ন বৈষম্যের সমালোচনার করেন এবং সামনের দিনে এমন কোন সৈরাচারি ব্যাবস্থা যাতে আর গড়ে উঠতে না পারে সেজন্য সকল শিক্ষকদের সচেতন থাকার আহ্বান জানান। বিগত ১৬ বছরে অবৈধ সরকার শিক্ষাব্যবস্থাকে নানাভাবে ধ্বংস করেছে। পাঠ্য বইয়ে বিভিন্ন কৌশলে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও ‍ইসলামিক শিক্ষা থেকে দূরে সরানোর সব ধরনের চেষ্টা করা হয়েছে। অথচ ‍একটি শক্তিশালী শিক্ষাব্যবস্থা পুরো জাতিকে ‍উন্নতির দিকে নিয়ে যেতে পারে।

তারা আরও বলেন, আমাদের দেশের শিক্ষার্থীদের যুগোপযোগী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষিত জনশক্তি রপ্তানি করা হলে বিদেশে গিয়ে আমাদের দেশের যুবকেরা ভালো কর্মসংস্থান পাবে ‍এবং বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন