ডার্ক মোড
Thursday, 05 December 2024
ePaper   
Logo
প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বন্ধে চাপ প্রয়োগে ডিইউজের উদ্বেগ ও নিন্দা

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বন্ধে চাপ প্রয়োগে ডিইউজের উদ্বেগ ও নিন্দা

নিজস্ব প্রতিনিধি

সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে বিক্ষোভ, শ্লোগান ও প্রথম আলোর কয়েকটি জেলা কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার (২৭ নভেম্বর ২০২৪) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ উদ্বেগ ও নিন্দা জানিয়ে বলেন, পত্রিকা অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা, অফিস ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সংবাদমাধ্যমে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি শুধু স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিই নয়, এ ধরনের অপতৎপরতা সংবাদকর্মীদের নিরাপত্তাকেও হুমকির মধ্যে ফেলে দিয়েছে। কিছু মানুষ এসব প্রতিষ্ঠানের সামনে ব্যানার লাগিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টায় লিপ্ত, যা অন্তর্বর্তী সরকারের সংবাদমাধ্যমের সুরক্ষা দেয়া প্রতিশ্রæতির সম্পূর্ণ পরিপন্থী।

নেতৃবৃন্দ বলেন, পত্রিকা দুটির স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে যারাই এই অপতৎপরতা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি অবিলম্বে বিক্ষোভ ও হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর সংবাদ মাধ্যমে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। সারাদেশে শতাধিক সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। চর দখলের মতো বড় বড় পদগুলো দখলে নেয়া হয়েছে। এ অবস্থায় দেশের প্রধানতম দুটি দৈনিকের বিরুদ্ধে নানামুখী অপতৎপরতা শুধু সংবাদ মাধ্যমেই নয়, দেশের মধ্যেও একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। যা নিরসন করার দায়িত্ব একমাত্র অন্তর্বর্তী সরকারেরই।

নেতৃবৃন্দ সাংবাদিক ও সংবাদমাধ্যমের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ভয়ের সংস্কৃতি চালু করার যে প্রবণতা ছড়িয়ে পড়েছে সেটি রোধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার, রাজনৈতিক দলসমূহ এবং সব শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন