ডার্ক মোড
Sunday, 25 May 2025
ePaper   
Logo
পত্নীতলায় মধইল বাজার সড়কটির বেহালদশা-দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর!

পত্নীতলায় মধইল বাজার সড়কটির বেহালদশা-দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর!

 ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)

 নওগাঁর পত্নীতলায় মধইল বাজারের আগ্রাদ্বিগুণ রোডের পাকা সড়কটির সংস্কারের দাবি জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী। সামান্য বৃষ্টিতে পানিতে ডুবে যায় সড়কটি। খানাখন্দেভরা প্রায় আধা কিলোমিটার জনদুর্ভোগ এখন চরমে!

 মধইলবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, 'কৃষি নির্ভর এলাকায় বর্তমানে ধানের আড়ৎ উপজেলার মধ্যে সবচেয়ে বড় হাট। তবুও অবহেলিত এই সড়কটি।' 

 মধইলবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সুইট বলেন, 'ধান ও আম পরিবহনের মৌসুম শুরু হয়ে গেছে। কর্তৃপক্ষের নজরদারির অভাবে ভোগান্তির কবলে পড়েছে বিভিন্ন পরিবহনসহ সাধারণ মানুষ। আমাদের এলাকার আম সারাদেশের পাইকারী ব্যবসায়ী কিনতে আসে। কিন্তু, সড়কের বেহালদশায় সবার দুর্ভোগ পোহাতে হচ্ছে।' 

স্থানীয় বাজারের ব্যবসায়ী শাহীন বলেন, 'শুধু যানবাহনের চলাচল নয়, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে এই বর্ষার মৌসুমে বৃষ্টি ভেজা কাদাময় রাস্তা পথে।'

 নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পত্নীতলা উপজেলা শাখা  কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল গফুর বলেন, 'নিরাপদ সড়কের দাবিতে সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি বিষয়।'

পত্নীতলা উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জহিরুল হক বলেন, 'সড়কটির সংস্কার করণে অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।'

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন বলেন, 'দ্রুত সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করা হবে।"

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন