
নৌপথে মানবিক সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড
মুন্সীগঞ্জ দক্ষিণ প্রতিনিধি
বৃহস্পতিবার ০১ লা মে ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখ বুধবার উন্নত চিকিৎসার জন্য ৫ বছরের অসুস্থ বাচ্চা (মোঃ সাইদুল ইসলাম) ও তার বাবা-মা ভোলা হতে (কর্ণফুলী-৩) লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। দুপুর ২টায় লঞ্চটি গজারিয়ার নিকটস্থ ষাটনল এলাকা অতিক্রমের সময় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে, লঞ্চে যাত্রী হিসেবে থাকা কোস্ট গার্ড সদস্য স্টেশন কমান্ডার পাগলা (নারায়ণগঞ্জ) কে বিষয়টি অবহিত করেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে, স্টেশন কমান্ডারের নির্দেশে টহলে থাকা বোট অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ শিশুকে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং অতিদ্রুত স্পিড বোটে বিসিজি স্টেশন পাগলায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে শিশুটির উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে প্রেরণ করে এবং জরুরি বিভাগে ভর্তি করা হয়।তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। উল্লেখিত ঘটনাটি তারই অন্যতম একটি উদাহরণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।