নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ১৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলায় ছাত্র—জনতার আন্দোলনে সাইনবোর্ডে গুলিবিদ্ধ হয়ে মোঃ রিয়াজ নিহতের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১৯২ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) নিহত রিয়াজের স্ত্রী ফারজানা বেগম (২৫) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।
ফারজানা বেগম জানান, গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময় ঢাকা—নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ডে পাসপোর্ট অফিসের সামনে গুলিবিদ্ধ হন রিয়াজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে আমরা খবর পেয়ে গিয়ে লাশ শনাক্ত করে নিয়ে আসি।