নাটোরে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাটোর প্রতিনিধি
নাটোওে জেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শোভাযাত্রা বের করেন দলের নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর পুরাতন বাসষ্ট্যান্ড কানাইখালী এসে শেষ হয়।
পরে সেখানে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সমাবেশে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার আবার ফিরে এসেছে। এই স্বাধীনতা রক্ষায় জিয়া পরিবার সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতে দেশের মানুষ বিএনপির পক্ষেই থাকবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক রাসেল আহমেদ রনি, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলামসহ নেতা-কর্মীরা।