ডার্ক মোড
Thursday, 07 November 2024
ePaper   
Logo
চট্টগ্রামে চলছে পাহাড়কাটার মহাউৎসব

চট্টগ্রামে চলছে পাহাড়কাটার মহাউৎসব

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে চলছে পরিবেশ অধিদপ্তরের চোখ ফাঁকি দিয়ে দিনরাত পাহাড় কাটার মহাউৎসব জালালাবাদ, বায়েজিদ, খুলশী,আকবরশাহ, নাছিয়া ঘোনাসহ বিভিন্ন এলাকায় চলছে পাহাড় নিধন।

পাহাড় কাটা ঠেকাতে পারছেননা খোদ প্রশাসন। জানাগেছে,জালালাবাদ কাঁঠাল বাগান এলাকায় বৌদ্ধ মন্দির ও ভাবনাকেন্দ্র তৈরির নামে চলছে পাহাড় নিধন।বৃহস্পতিবার সকালে জালালাবাদ কাঁঠাল বাগান এলাকা গিয়ে দেখা গেছে টিনের চালা ঘর তৈরী করা হচ্ছে পাহাড়ের ধসে পড়ার আশংকা রয়েছে তাছাড়া পাহাড়ের নিচ থেকে কাটা হচ্ছে বিশাল বড় পাহাড় টির, এলাকাবাসী বলেন এখানে এক বৌদ্ধ ভিক্ষু রয়েছে তিনি এই পাহাড় কাটছে বলে অভিযোগ করেন।

এব্যাপারে বুদ্ধ রক্ষিত নামের ভিক্ষুকে ফোন করা হলে তিনি বলেন, পাহাড় আগের কাটা রয়েছে ইদানীং কোন পাহাড় কাটা হয়নি তবে আমি সামন্য কেটেছি আপনারা যদি মনে করেন পাহাড় কেটেটি আপনারা যা মনে করেন তা করেন। তিনি আরও বলেন আমি এখানে ধ্যান সাধনা করি ভাবনা কেন্দ্র ও বিহার তৈরী করবো। এদিকে পরিবেশ অধিদপ্তর পরিচালক বলেন,আমরা সবসময় অভিযোগ পেলে অভিযান পরিচালনা করি নিয়মিত মামলা হচ্ছে তার পরেও অনেকে রাতের আঁধারে কাটছে পাহাড়। আমি চেষ্টা করছি পাহাড় কাটা বন্ধ রাখার।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন