ডার্ক মোড
Monday, 24 February 2025
ePaper   
Logo
নাজিরপুরে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের জন্য দোকানঘর উপহার

নাজিরপুরে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের জন্য দোকানঘর উপহার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দোকানঘর উপহার ও আহত পরিবারের সদস্যদের সেলাই মেশিন বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান দুই শহীদ পরিবারের কাছে ‘সংশপ্তক’ ও ‘কিংবদন্তী’ নামে দুটি দোকানঘরের চাবি হস্তান্তর করেন এবং আহত তিন পরিবারের সদস্যদের সেলাই মেশিন উপহার দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া (জনি), নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসক আশরাফুল আলম খাঁন বলেন, জুলাই বিপ্লবে নিহত ও আহত পরিবারের পাশে সরকার সবসময় আছে। তাদের জীবনমান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সবকিছুই করা হবে।

জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জুলাই বিপ্লবে নিহত ও আহত পরিবারের সদস্যরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন