ডার্ক মোড
Sunday, 17 November 2024
ePaper   
Logo
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর তৌহিদুল ইসলাম

নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর তৌহিদুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলমের স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। একই আদেশে দেশের ২১ জন শিক্ষা কর্মকর্তাকে অধ্যক্ষ পদে রদবদল ও নতুন পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস শিক্ষা ক্যাডারের নিন্মবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। প্রজ্ঞাপনে আরো বলা হয়, বর্ণিত কর্মকর্তাগণ আগামী ২০/১১/২০২৪ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন।

অন্যদিকে কলেজের বর্তমান অধ্যক্ষ ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম-কে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

উল্লেখ্য, প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম বর্তমানে রাজশাহী মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত। তিনি চাঁপাইনবাবগঞ্জ এর গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর গ্রামের কৃতি সন্তান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন