ডার্ক মোড
Tuesday, 29 April 2025
ePaper   
Logo
নড়াইলে চেতনা নাশক স্প্রে করে টাকা—গহনাসহ মূল্যবান  সামগ্রী লুট

নড়াইলে চেতনা নাশক স্প্রে করে টাকা—গহনাসহ মূল্যবান সামগ্রী লুট

 

শরিফুল ইসলাম লোহাগড়া,নড়াইল

 

 নড়াইলের সদর উপজেলার শেখহাটি বাজার পাড়া এলাকায় তৌহিদুল জামান হেলালের বাড়িতে অজ্ঞান পার্টির লোকজন জানালা কেটে ঘরের ভিতর চেতনা নাশক স্প্রে করে বাড়ির সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা, সোনার গহনাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। শনিবার (৫এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। রোববার (৬এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন তৌহিদুল
জামান তার স্ত্রী আশা বেগম ও মা আছিয়া বেগম কে উদ্ধার করে নড়াইল আধুনিক অজ্ঞান পার্টির লোকজন শেখহাটি গ্রামের বাজার পাড়া এলাকার তৌহিদুল  জামান হেলালের ঘরের জানালা কেটে চেতনানাশক ওষুধ স্পে্র করে। পরবর্তীতে জানালা দিয়ে ঘরে প্রবেশ করে নগদ অর্থ,২ ভরি ওজনের সোনার গহনা, কাপড়, তিনটি ফ্যান, মোবাইল, টিভিসহ প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। সকাল ১০টার দিকে তৌহিদুল জামানের মোটরসাইকেলের ভাড়া চালক তিনি বাড়িতে এসে তাদের ডাকতে থাকে। কিন্ত তাদের কোন শাড়াশব্দ না পাওয়ায় আশপাশের লোকজন ছুটে আসেন। ডাকাডাকির এক পর্যায়ে তারা জানালা দিয়ে দেখেন অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে ঘাটের ওপর। পরে স্থানীয় লোকজন তৌহিদুল
জামান তার স্ত্রী আশা বেগম ও মা আছিয়া বেগম কে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আনিচুর রহমান সোহাগ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের
চেতনানাশক স্পে্র করা হয়েছে। তিনজনই হাসপাতালে ভর্তি ও শংকামুক্ত আছেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন,এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পায়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন