ডার্ক মোড
Saturday, 24 May 2025
ePaper   
Logo
নওগাঁয় ফোর্ব ফোরামের ৩৫ সদস্য বিশিষ্ট  জেলা কমিটি গঠন

নওগাঁয় ফোর্ব ফোরামের ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) 
 
ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা নেটওয়ার্কের নওগাঁ জেলা ফোরাম গঠনের লক্ষ্যে সভা জেলার পত্নীতলা উপজেলায় নজিপুরস্থ মুগ্ধ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। 
 
২২ মে ২০২৫ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পরিচালনায় ফোর্ব ফোরাম গঠনের লক্ষ্যে সভায় সভাপত্বি করেন ফোর্ব এর কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ও বিএনপি নেতা সাজেদুর রহমান দুলাল। এসময় পত্নীতলা, ধামউরহাট, সাপাহার, মহাদেবপুর এবং বদলগাছি উপজেলার ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল এদেশে প্রতিটি নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়া প্রতিটি নাগরিকের দায়িত্ব। বিম্বের বুকে একটি সম্বৃদ্ধ ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা প্রত্যেকে বদ্ধ পরিকর। একটি মানবিক, ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ, প্রত্যেকের ধর্ম, সংস্কৃতি বা বিশ্বিাস অক্ষুন্ন রেখে মর্যাদার সাথে শান্তিপূর্ণ জীবন যাপন নিশ্চিত হবে। সকলের সম্মিলিত উদ্যোগে সম্প্রীতির নওগাঁ জেলার আকাংখায় সম্প্রীতির এই অভিযাত্রা।
 
সভায় বিগত দিনে ফোর্ব আহবায়ক কমিটি কর্তৃক পরিচালিত কার্যক্রম উপস্থাপন করে পত্নীতলা উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম শেফা, জাতীয় আদিবাসি পরিষদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক নরেন পাহান, বাংলাদেশ আদিবাসি ইউনিয়নের কেন্দ্রিয় সভাপতি রেবেকা স্বরেন, মহাদেবপুর পিএফজি’র সমন্বয়ক এম সাখাওয়াত হোসেন, বদলগাছি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া, সাবেক কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন, এনজিও কর্মকর্তা ইউনুছার রহমান প্রমূখ।
 
আলোচনা শেষে ফোর্ব এর ৩৫ সদস্য জেলা কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সাজেদুর রহমান দুলালকে সভাপতি, এম সাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক, মরিয়ম বেগম শেফাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। 
 
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি বেলি আক্তার, প্রদীপ সাহা, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পরেশ টুডু, কোষাধ্যক্ষ মোসাদ্দেক হোসেন মুসা, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক সুমন কুমার রবিদাস, ধর্ম সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, জীবন চক্রবর্তী, পাস্টর মিলন, নির্বাহী সদস্য রেবেকা স্বরেন, টিপু সুলতান, আইনুল হক প্রমূখ। 
 
নবগঠিত কমিটি জেলার বিভিন্ন প্রান্তে ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা ক্ষুন্ন হতে পারে এমন স্থান চিহ্নিত করে জনসচেতনতামুলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করে।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন