ডার্ক মোড
Monday, 24 March 2025
ePaper   
Logo
ধারের টাকা শোধ করতে না পেরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিয়ে

ধারের টাকা শোধ করতে না পেরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিয়ে

পায়রা বন্দর (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর টিয়াখালী ইউনিয়নে ১৩ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পারিবারিক সূত্রে জানা যায়, চার মাস আগে শিশুটির বাবা নজরুল ইসলাম তার ফুপু জাহানারা বেগমের মাধ্যমে শিপন হাওলাদার (৪০) নামের এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন। দেনার চাপে নজরুল এলাকা ছাড়লে এক মাস আগে ফুপু জাহানারা বেড়ানোর কথা বলে শিশুটিকে শহরে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে শিপনের সঙ্গে বিয়ে দেন।

পরবর্তীতে শিশুটিকে দু’দফা তুলে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর বাধায় তা ব্যর্থ হয়। এ ঘটনায় শিশুটির পরিবার চরম আতঙ্কে রয়েছে। তবে অভিযুক্ত শিপন ও জাহানারা বিয়ে হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, "বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন