ডার্ক মোড
Monday, 24 March 2025
ePaper   
Logo
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে বরকত আলী গাজী (৬০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে শহরের ধোপাপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক বরকত আলি গাজী সাতক্ষীরা সদর উপজেলার শিবতলা মাছখোলা এলাকার ইসলাম গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরকত আলী গাজী সাতক্ষীরা শহরের ধোপাপুকুর এলাকায় নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদে কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ তিনি ছাদের উপর থেকে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান বরকত আলী।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন