ডার্ক মোড
Monday, 24 March 2025
ePaper   
Logo
নড়াইলে এনপিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইলে এনপিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলে ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১মার্চ)বিকালে এনপিপি নড়াইল জেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এনপিপি’র নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খানের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নড়াইলের সাধারন সম্পাদক মোঃ নাসিরউদ্দিন,গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মিলন, এবি পার্টির সাধারণ সম্পাদক নান্নু মিয়া, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাসুদুর রহমান।

এছাড়া ইফতার মাহফিলে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন নড়াইল টার্মিনাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সানাউল্লাহ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন