
দোহারে জেলা পরিষদের অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদেও মাঝে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান করা হয়েছে।
রোববার দুপুরে ঢাকার দোহার উপজেলার মেঘুলা কবি নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানের আয়োজন করা হয়।
প্রাথমিক পর্যায়ে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে নির্বাচিত ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ৫২তম বিজয়ের মাস, আজ থেকে ৫২ বছর আগে আমরা এই দিনে স্বাধীনতা অর্জন করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই বিজয়ের অধিনায়ক যার নেতৃত্বে ৭ মার্চের পরে এ দেশকে স্বাধীন করার জন্য আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম, সেই স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
তিনি আরও বলেন, আমি রাজনীতি করি, আমি মানুষের সেবা করি। আমি জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর এই বৃত্তি প্রদান শুরু করা হয়েছে। যারা লেখাপড়ায় ভালো, তাদের উৎসাহ, উদ্দীপণা, অনুপ্রেরণা বাড়াতে আমি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এই সুযোগটি সৃষ্টি করেছি।
যেসকল শিক্ষার্থীরা মেধাবী কিন্তু আর্থিক অবস্থা খারাপ হওয়ায় পড়াশোনার সুযোগ পাচ্ছে না। সেসকল শিক্ষার্থীদের জন্য ঢাকা জেলা পরিষদের অর্থাৎ আমার সাথে যোগাযোগ করবে। ইনৃশা-আল্লাহ জেলা পরিষদ তাদের পড়াশোনার দায়িত্ব নিবেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, ঢাকা জেলা প্রকোশলী মোতালেব হোসেন, ঢাকা জেলা পরিষদের সদস্য মো. শাহজাহান মোল্লা, মিন্টু হোসেন, আরিফুর রহমান খান, আওয়ামীলীগ নেতা মো. সুলাইমান শরিফ, বীর মুক্তিযোদ্ধা আবুল খালাসী, শেখ শাহবুদ্দিন, মোস্তফা মোল্লা, সাজ্জাদ হোসেন সাজু, মোসারফ হোসেন, মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের সিনিয়র প্রভাষক মিজানুর রহমান, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিনসহ শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকবৃন্দ।