
দিনাজপুর মহাসড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
নবাবগঞ্জের গোবিন্দগঞ্জ টু দিনাজপুর মহা সড়কের ভাদুরিয়া নামক স্থানে চৌধুরী তেলের পাম্পের পশ্চিমে চলমান রাস্তার কাজে নিয়োজিত থাকা ড্রাম ট্রাকে পাথর এবং পিস মিশ্রিত কংক্রিট নিয়ে ঘোড়াঘাটের দিক থেকে ভাদুরিয়া নামক কাজ চলার স্থানে ধীর গতিতে আসার সময়, অপরদিকে ভাদুরিয়া হইতে রানীগঞ্জে যাওয়ার সময় rtr মোটরসাইকেল দুই জন আরোহী পিচ ঢালা রাস্তার উঁচু জায়গায় উঠতে গিয়ে ছলকে গিয়ে ট্রাকের ধাক্কায় চাকার নিচে পড়ে যায়, ঘটনাস্থলে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়,।
৩ মে রোজ শুক্রবার বেলা ১১.৩০ ঘটিকার ড্রাম ট্রাকের সামনে সজোরে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু নিহতরা হলেন মোটরসাইকেল চালক শ্রী জয় চন্দ্র (১৯), পিতা-শ্রী রতন চেচারু, সাং-কাবিলপুর, থানা-ঘোড়াঘাট, জেলা-দিনাজপুর মোটরসাইকেলের পিছনে বসা আরোহি শ্রী অনিক চন্দ্র (১৯), পিতা-শ্রী অনিল চন্দ্র ভাদুরিয়া বাজার ঈদগাহ মাঠের পিছনে মোটরসাইকেল হতে ছিটকে রাস্তায় পড়লে মোটরসাইকেল চালক শ্রী জয় চন্দ্র ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান এবং পিছনে বসা আরোহি শ্রী অনিক চন্দ্র সামান্য আহত হয় মৃত্যু শ্রী জয়চন্দ্র ও অনিক চন্দ্র জানাজায় তারা দুজনেই মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন রানীগঞ্জ নামক স্থানে।
উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে গুরুতর আহত মোটরসাইকেল চালক শ্রী জয় চন্দ্রকে নিকটস্থ ভাদুরিয়া বাজারে ক্লিনিকে নিয়ে যায়, পরে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করতঃ ঘোড়াঘাট থানাধীন ওসমানপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক জয় চন্দ্র (১৯), পিতা-শ্রী রতন চেচারু, মৃত্যু ঘোষণা করে। সাং-কাবিলপুর, থানা-ঘোড়াঘাট,দিনাজপুর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,যান চলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম বলেন,আইনি প্রক্রিয়া চলমান।