ঢাবি ১ম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ ও চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহ এবং বিভিন্ন ইনস্টিটিউটের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের পরিচিতি সভা সোমবার (২৫ নভেম্বর ২০২৪) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ এবং স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল বক্তব্য রাখেন।
নবীন শিক্ষার্থীদের পক্ষে টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের সালসাবিল বিনতে সালাম ও রাজেকুজ্জামান জুয়েল, শিল্পকলার ইতিহাস বিভাগের জাওয়াতা আফনান জয়া এবং তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের মিথিলা পাল বক্তব্য দেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।
প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বটিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। এলক্ষ্যে প্রতিটি সময়ের সঠিক ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ও জ্ঞানের প্রসার ঘটাতে পড়াশোনাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে হবে। ভ্রাতৃত্ববোধ ও নিয়মশৃঙ্খলা বজায় রেখে আলোকিত মানুষ হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।