চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারে অবস্থান কর্মসূচিতে দুর্বৃত্তের হামলা
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগে চলা অবস্থান কর্মসূচিতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রমেন রায় (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন।
সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
আহত রমেন রায় জানান, অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। পরে হঠাৎ বেশ কয়েকজন লোক লাঠি হাতে নিয়ে এসে আমাদের ওপরে হামলা চালায়। এ সময় আমি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হই। পরে কয়েকজন আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছে।
আহতকে হাসপাতালে নিয়ে আসা অঙ্কুর ঘোষ জানান, আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। এ সময় একদল হামলাকারী লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপরে হামলা করে। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কারা হামলা করেছে সে বিষয়টি বলতে পারি না।
তিনি আরও বলেন, আমরা কি এই দেশে শান্তিতে বসবাস করতে পারবো না? আমরা তো কাউকে আক্রমণ করিনি, কিছুই করিনি। শান্তিপূর্ণভাবে গ্রেপ্তারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। তাহলে তারা কেন আমাদের ওপর হামলা চালালো?
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শাহবাগ থেকে গুরুতর রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বর্তমানে এখানে তার চিকিৎসা চলছে।