ডার্ক মোড
Friday, 22 November 2024
ePaper   
Logo
ঢাবিতে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা

ঢাবিতে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা

ঢাবি প্রতিনিধি

নারী শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি আয়োজিত ‘সাইবার সিকিউরিটি ফর উইমেন এমপাওয়ারমেন্ট ২০২২’ শীর্ষক ৮-দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠান ( ৮ নভেম্বর) মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।

সংগঠনের মডারেটর অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুণ অর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশীদ, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এবং আইটি সোসাইটি’র সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান।

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি বলেন, সাইবার জগৎ এখন অনেক প্রাণবন্ত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে এই দেশকে আলোকিত করেছেন।

তথ্য ও প্রযুক্তি খাতের উন্নয়নের মাধ্যমে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বলেন, সাইবার নিরাপত্তা বজায় রাখতে নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সচেতন থাকতে হবে। সাইবার জগতে নিরাপত্তার লক্ষ্যে বর্তমান সরকার নানা কার্যক্রম পরিচালনা করে আসছে উল্লেখ করে তিনি এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সমাজে টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জাতির সকল মানবিক ও কল্যাণকর কাজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সাইবার নিরাপত্তায় সমাজের সকলকে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

তিনি বলেন, ন্যানো টেকনোলজির এই যুগে আমাদের প্রযুক্তির বাইরে থাকার সুযোগ নেই। একই সাথে প্রযুক্তি ব্যাবহারের ক্ষেত্রে সকলকে সচেতন থাকতে হবে। সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠে নিরাপদ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য উপাচার্য আইটি সোসাইটির সদস্যনহ শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন