ডার্ক মোড
Thursday, 05 December 2024
ePaper   
Logo
ঠাকুরগাঁও এ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবলীগে নেতা বাবলু

ঠাকুরগাঁও এ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবলীগে নেতা বাবলু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে যুবলীগের পদ না পেয়ে আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিয়ে দুধ দিয়ে গোসল করেছেন স্থানীয় যুবলীগ নেতা বাবলু মিয়া।

বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার ঢোলারহাট বাজারে তিনি ১ মণ দুধ দিয়ে গোসল করেন। পরে সেই গোসলের ভিডিও মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

জানা যায়, উপজেলার ঢোলারহাট ইউনিয়নের সাবেক যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।

গত (১৮ অক্টোবর) সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এই কমিটিতে বাবলু ভালো কোনো পদ না পাওয়ায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের রাজনীতি থেকে অবসর নিলেন বলে তিনি জানান।

দুধ দিয়ে গোসল করার সময় বাবলু মিয়া আরো বলেন, আমি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ করে আসছি তারপরেও যদি ভালো কোনো পদ না পায় তাহলে রাজনীতি করে লাভ কি। তাই আমি দল থেকে অব্যাহতি নিলাম। আওয়ামী লীগের কোনো রাজনীতি বা দলের কোনো কার্যক্রমে কোনো নেতার সঙ্গে থাকবো না। আমি বাকি সময় নামাজ কালাম করে যেতে চাই।

ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমারের সাথে কথা তিনি বলেন, কি জন্য বাবলু এই কাজ করছে ঠিক বলতে পারছিনা। সে সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন কিন্তু এখন নেই ।

আমি এই বিষয়ে উর্ধতন কর্মীকে জানাবো এবং সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন